এশিয়ান ইনডোরে আরও একটা পদকের সামনে ইমরানুর

ফাইনালে জায়গা করে নেয়া ইমরানুর রহমান (ছবি টেলিভিশন থেকে নেয়া)

বাংলাদেশে অ্যাথলেটিক্সের কদর খুব একটা না থাকলেও বিশ্ব ক্রীড়াঙ্গনে এই ইভেন্টকে বিবেচেনা করা ‘মাদার অব অল ডিসিপ্লিন’ হিসেবে। যুক্তরাজ্য প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের কল্যাণে দেশে অবহেলিত ডিসিপ্লিন ‘অ্যাথলেটিক্সে’ আন্তর্জাতিক পদকেরও দেখা পেয়েছে বাংলাদেশ। সেই ইমরানুর আরও একটা পদকের সামনে দাঁড়িয়ে।

বাংলাদেশ সময় আজ রাত ৮ টা ৫০ ইরানের তেহরানে এশিয়ান ইনডোরের ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে লড়বেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

সেমিফাইনালের প্রথম হিটে অংশ নেয়া ইমরানুর ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে জায়গা করে নেন। আর ওমানের আলী আনোয়ার ৬.৫০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন।

এর আগে সেমিফাইনালে ওঠার পথে ‘রাউন্ড ওয়ানের’ ‘তিন নাম্বার হিটে’ অংশ নেয়া ইমরানুর দ্বিতীয় হন। তিনি সময় নেন ৬.৬২ সেকেন্ড। এই হিটে প্রথম হওয়া ওমানের আলী আনোয়ার আলী আল বালুশি সময় নেন ৬.৫৬ সেকেন্ড।

সেমিফাইনালের দুই হিটে আটজন করে অ্যাথলেট অংশ নেন। উভয় হিট থেকে চারজন করে মোট আটজন অ্যাথলেট ফাইনালে লড়বেন। এদের মধ্যে সেমিফাইনালের টাইমিংয়ে ইমরানুর আছেন তৃতীয়স্থানে। সেমিফাইনালের দ্বিতীয় হিটে প্রথম হওয়া জাপানের সুহেই তাদা সময় নিয়েছেন ৬.৫৩ সেকেন্ড। আর দ্বিতীয় হওয়া উত্তর কোরিয়ার অ্যাথলেট কুম রুং জু সময় নিয়েছেন ৬.৬১ সেকেন্ড। যা ইমরানের চেয়ে .০১ সেকেন্ড বেশি। ফলে ফাইনালে একটা পদকের আশা করতেই পারেন ইমরানুর।

৬০ মিটার স্প্রিন্টের রাউন্ড ওয়ানের চার হিটে অংশ নেন বিভিন্ন দেশের ২৫জন অ্যাথলেট। সেখান থেকে সেমিফাইনালে অংশ নেন ৮জন করে মোট ১৬জন। এদের মধ্যে ফাইনালে লড়বেন আটজন।

গত বছর কাজাখস্তানে ৬০ বাংলাদেশী অ্যাথলেটদের কাছে অনেকটাই অচেনা ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন স্বর্ণ জিতে আলোচনায় আসেন ইমরান। অনেকটা হইচই তৈরি করেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।

Exit mobile version