৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে । ৪০০মিঃ হার্ডেলস (পুরুষ) ইভেন্টে ৩১ বছর পরে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি। তিনি সময় নিয়েছেন ৫০.৮৪ সেকেন্ড। আগে এই ইভেন্টে ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর আব্দুর রহিম নঈম এর রেকর্ড ছিলো। তিনি সময় নিয়েছিলেন ৫১.৮৭ সেকেন্ড।
৪০০মিঃ হার্ডেলস (মহিলা) ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন। তিনি সময় নিয়েছেন ১:০৪.৬১ সেকেন্ড। আগে এই ইভেন্টে রেকর্ড ছিলো ১:০৪.৭০ সেকেন্ড। ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুন এ রেকর্ড গড়েছিলেন।
৪*১০০মিটার (মহিলা) রিলে ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার, সনিয়া আক্তার, সুমাইয়া দেওয়ান, কবিতা রায়। তারা সময় নিয়েছেন ৪৬.৪৩ সেকেন্ড। আগে এই ইভেন্টে রেকর্ড ছিলো ৪৮.১০ সেকেন্ড। ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া দেওয়ান, শরিফা খাতুন, সনিয়া আক্তার, বর্ষা খাতুন এ রেকর্ড গড়েছিলেন।
২ দিনে এখন পর্যন্ত মোট ২৮টি ইভেন্ট শেষ হয়েছে। ১৫টি সোনা, ১৪টি রূপা ও ১৪ টি ব্রোঞ্জসহ মোট ৪৩টি পদক পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৩ টি সোনা, ১২ টি রূপা এবং ০৮ টি ব্রোঞ্জ সহ মোট ৩৩টি পদক পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ২টি রূপা ও ১টি ব্রোঞ্জ সহ মোট ৪টি পদক পেয়েছে বিকেএসপি।