ঢাকায় ৪৭তম জাতীয় অ্যাথলেটিক্স

৯ জানুয়ারি শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪৭তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগীতা। দুই দিনের এই আসরে ৫৭টি সংস্থার ৫০৫জন অ্যাথলেট রেজিষ্ট্রেশন করেছে।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ৪০টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিং এর জন্য ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিন এর ব্যবস্থা থাকবে। 

প্রতিযোগিতার ম্যারাথন ইভেন্ট আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ ভোর ৫টায় পূর্বাচলের শেখ হাসিনা চত্বর বানৌজা শেখ মুজিব ৩০০ফিট রোডে অনুষ্ঠিত হবে। হ্যামার থ্রো ইভেন্ট সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার বিস্তারিত জানাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Exit mobile version