দেশ সেরা দৌড়বিদ এবার ছিলেন না। গত চার আসরের সেরা ইমরানুর রহমান না থাকায় এবারের জাতীয় অ্যাথলেটিকসে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সবার আগ্রহ একটু বেশিই ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল দ্রুততম মানব হয়েছেন।
সোমবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস। পুরুষ ও নারী উভয় বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট শেষ হয়েছে। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছেন ইসমাইল। এ নিয়ে পঞ্চমবারের মতো তিনি ১০০ মিটারে প্রথম হলেন তিনি। ২০২১ সালের পর এবারই প্রথম শ্রেষ্ঠত্বের সম্মান পেলেন।
সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন শিরিন আখতার। ১২.০১ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। সুমাইয়া সময় নিয়েছেন ১২.১৫ সেকেন্ড। এ নিয়ে জাতীয় পর্যায়ে ১৬ বার ১০০ মিটার দৌড়ে জিতলেন শিরিন।