পর্বতারোহণে প্রাণ গেল দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী লওরা ডালমেইরার

ছবি: কালেক্টেড

জার্মানির বিখ্যাত বায়াথলন অ্যাথলেট, অলিম্পিকে দুইবারের স্বর্ণজয়ী লওরা ডালমেইরার মৃত্যু হয়েছে পর্বতারোহণের সময়। ৩১ বছর বয়সী এই অ্যাথলেট পাকিস্তানের কারাকোরাম পর্বতে আরোহণ করতে গিয়ে পাহাড়ধসে নিচে পড়ে প্রাণ হারান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডালমেইরার সঙ্গী মারিনা এভা দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জরুরি সহায়তা চেয়ে যোগাযোগ করেন। পরে জার্মানি ও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পর্বতারোহীদের নিয়ে গঠিত একটি বিশেষ উদ্ধারকারী দল অভিযান শুরু করে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে মারাত্মক বাধা তৈরি হয়।

লওরার ইমেজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টার থেকে পাওয়া ভিডিও ফুটেজ ও সঙ্গীদের বর্ণনার ভিত্তিতে মনে করা হচ্ছে, দুর্ঘটনার পরপরই তার মৃত্যু হয়। বৈরী আবহাওয়ার কারণে মরদেহ উদ্ধার করা কঠিন হয়ে উঠেছে।

বিবিসি আরও জানায়, পর্বতারোহণ ছিল লওরার অন্যতম ভালোবাসার জায়গা। একসময় তিনি জানিয়েছিলেন, এমন কোনো দুর্ঘটনায় প্রাণ গেলে যেন মরদেহ উদ্ধার না করা হয়। তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবার ও স্বজনরাও একই সিদ্ধান্তে একমত হয়েছেন।

লওরা ডালমেইরা জার্মানির হয়ে দুইটি শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালের পিয়ংচ্যাং অলিম্পিকে তিনি দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জেতেন। তিনিই প্রথম নারী অ্যাথলেট যিনি একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে তিনি আরও ১৫টি পদক অর্জন করেন, যার মধ্যে সাতটি ছিল স্বর্ণ।

২০১৯ সালে তিনি পেশাদার ক্রীড়াজীবনের ইতি টানেন এবং পরে পর্বতারোহণে নিজেকে নিয়োজিত করেন। তার পরিবার জানিয়েছে, লওরার জীবনই প্রমাণ করে— সততা ও অদম্যতা নিয়ে কীভাবে স্বপ্নের পেছনে ছোটা যায়। তার মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জার্মান স্পোর্টস কনফেডারেশন।

Exit mobile version