পারলেন না ইমরানুর

ইমরানুর রহমানের হিটে অংশ নেয়া ছবি।

স্কটল্যান্ডের গ্লাসগোতে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ থেকে ভালো সংবাদ আনতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি। গত রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে দুই নম্বর হিটে তিনি আট জনের মধ্যে ৬.৭০ সেকেন্ড টাইমিং করে অষ্টম হয়েছেন।

সেমিফাইনালে তিনটি হিট হয়েছে। প্রতি হিটের প্রথম দুই জন এবং অবশিষ্টদের মধ্যে শীর্ষ দুই জন ফাইনালে উঠেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের সামনে ফাইনালে ওঠার কোনো সুযোগই ছিল না। কেননা সেমিফাইনালে দৌড়ানো ২৪ জনের  মধ্যে তিনি ২১তম হয়েছেন।

শুক্রবার (১ মার্চ) গ্লাসগোর স্থানীয় সময় সকালে প্রাথমিক হিটে ৬.৬৪ সেকেন্ড টাইমিং করে ইমরান সেমিতে উঠেছিলেন। সেমিফাইনালে তার টাইমিং প্রাথমিক হিটের চেয়ে খারাপ হয়। গত মাসে ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোরেও তিনি ফাইনালে প্রাথমিক পর্বের চেয়ে বেশি সময় নেওয়ায় পদক হারান।

২০২২ সালে সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোরে ইমরান সেমিফাইনালে উঠেছিলেন। সেবার সেমিফাইনালে উঠে অজ্ঞাত কারণে দৌড় সম্পূর্ণ করেননি । এবার অবশ্য দৌড়েছেন। বিশ্ব ইনডোরে বাংলাদেশ শুধু ৬০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করেছে। ইভেন্ট শেষ হওয়ায় ইমরান স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে ফিরে যাবেন।

Exit mobile version