উসাইন বোল্টের ভবিষ্যদ্বাণী ঠিক রেখে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বোল্টের স্বদেশি অবলিক সেভিল। ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে তিনি দৌড় শেষ করেছেন। রূপা জিতেছেন একই দেশের কিশানে টম্পসন। আর তৃতীয় হয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড। দ্বিতীয় হওয়া টম্পসন সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড।
২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন বোল্ট। তারপর থেকে জ্যামাইকার কোনো পুরুষ অ্যাথলিট ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব দেখাতে পারেননি। টোকিওর গ্যালারিতে বসে সেভিলের এই ঐতিহাসিক মুহুর্ত উপভোগ করেছেন বোল্ট। সেভিলের জয়ের পর খুশিতে লাফিয়েছেন সর্বকালের দ্রুততম মানব।
১১ বার বিশ্ব চ্যাম্পিয়ন বোল্ট বাজি ধরেছিলেন সেভিলের ওপর। বাজিতে জয়ের তিনি যেমন লাফিয়েছেন তেমনি লাফিয়েছেন জ্যামাইকানরা। ২৪ বছর বয়সী সেভিল এক বছর আগে প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফাইনালে আটজনের মধ্যে হয়েছিলেন অষ্টম। সে সময় তিনি দৌড় শেষ করেছিলেন ৯.৯১ সেকেন্ডে।
১০০ মিটার স্প্রিন্টের শুরুটা হয়েছিল ফলস স্টার্ট দিয়ে। প্যারিস অলিম্পিকে ২০০ মিটার সোনাজয়ী বোতসোয়ানার লেতসিলে তেবোগো হয়েছেন ডিসকোয়ালিফাইড।
