দেশে প্রথমবারের মতো ম্যারাথন আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী ২০ ডিসেম্বর রাজধানীর জলসিড়ি এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ হাজার লোক অংশগ্রহণ করবে এই ম্যারাথনে। বিওএ’র বরাতে জানা যায়, ৯৩ জন জয়ী ব্যক্তিকে সব মিলিয়ে মোট ৭২ লাখ ৯০ হাজার টাকার পুরস্কার প্রদান করবে করা হবে অনুষ্ঠান শেষে।
প্রসঙ্গত, জেনারেল ওয়াকার উজ জামান, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সভাপতিত্বে গত ১৬ নভেম্বর বিওএ’র প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই ম্যারাথন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিওএ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘সভাপতি মহোদয়ের নির্দেশনায় বিওএ প্রথমবার ম্যারাথন আয়োজন করছে। বিওএ’র বছরে অন্তত ২ বার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ মোট দুটি প্রতিযোগিতা হবে। প্রথমটি হবে ১০ কিলোমিটার রেস ও পরেরটি হাফ ম্যারাথন যার দূরত্ব (২১.১০) কিলোমিটার।
‘ভেটেরান ক্যাটাগরি’তে অংশ নিবেন ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা। এলিট বিভাগের অধীনে অংশ নিবেন পেশাদার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন ব্যক্তিরা। এছাড়াও ১৮-৫০ বছর বয়স পর্যন্ত সাধারণ একটি ক্যাটাগরি থাকবে। ক্যাটাগরি ভিত্তিতে প্রথম হওয়া প্রতিযোগী পাবে দেড় থেকে দুই লাখ টাকা । ২০তম হয়েও ২০ হাজার টাকা পাওয়ার সুযোগ আছে বলে জানায় বিওএ। বিওএ সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘বিওএ ম্যারাথনকে আকর্ষণীয় করতে এমন পুরস্কার।