শেষ হয়েছে ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বুধবার শেষ দিনে ২টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। পোলভল্ট (পুরুষ) ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর মোঃ সৌরভ মিয়া। ৪.৫০ মিটার লাফিয়েছেন তিনি। আগে এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর হুমায়ুন কবির। তিনি ৪.৩৫ মিটার লাফিয়েছিলেন।
৪*৪০০ মিটার রিলে (মহিলা) ইভেন্টে ৩১ বছর পরে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার, সাবিহা আল সোহা, নুসরাত জাহান রুনা ও নাথেরা খাতুন সময় নিয়েছেন ৩:৫১.৬২ সে। আগে এই ইভেন্টে ১৯৯৩ সালে বিজেএমসির নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা রেকর্ড গড়েছিলেন। তারা সময় নিয়েছিলেন ৩:৫৫.৫৫ সে।
২১টি সোনা, ১৭টি রূপা ও ১২ টি ব্রোঞ্জ মোট ৫০টি পদক পেয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ১৯ টি সোনা, ১৯ টি রূপা এবং ১৯ টি ব্রোঞ্জ সহ মোট ৫৭টি পদক দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩টি রূপা ও ৩টি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক পেয়েছে বিকেএসপি।
বাংলাদেশ এ্যাথলেট এসোসিয়েশনের পক্ষ থেকে সেরা খেলোয়াড় হয়েছেন ৪০০মিটার হার্ডেলস ইভেন্টে ৩২ বছরের রেকর্ড ভঙ্গ করা বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হাসান রনি এবং সেরা খেলোয়াড় (মহিলা) ৪০০ মিটার হার্ডেলস ইভেন্টে রেকর্ডধারী বাংলাদেশ সেনাবাহিনীর মোছাঃ বর্ষা খাতুন।