সিঙ্গাপুরে দু’টি পদক হাতছাড়া, আক্ষেপে দিন শেষ করল বাংলাদেশ

সিঙ্গাপুরে চলমান এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ–২ প্রতিযোগিতায় আজ ছিল বাংলাদেশের জন্য এক হতাশার দিন। রিকার্ভ পুরুষ এবং কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ, ফলে দু’টি সম্ভাব্য পদক হাতছাড়া হলো।

কম্পাউন্ড নারী বিভাগে বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার গঠিত দলটি কাজাখস্তানের বিপক্ষে ২৩০–২২৪ পয়েন্টে পরাজিত হয়। চার সেটের খেলায় প্রথম তিন সেটেই পিছিয়ে পড়া দলটি শেষ সেটে জিতলেও সামগ্রিক ব্যবধানে পিছিয়ে থাকায় ব্রোঞ্জ জেতা সম্ভব হয়নি। এর আগে সেমিফাইনালেও তারা মালয়েশিয়ার কাছে হেরেছিল মাত্র ৩ পয়েন্টে।

রিকার্ভ পুরুষ বিভাগে আলিফ, রাকিব ও রাম কৃষ্ণের দল ব্রোঞ্জ লড়াইয়ে চাইনিজ তাইপের মুখোমুখি হয়। ম্যাচটি ছিল হাড্ডাহাড্ডি। প্রথম সেট হার, দ্বিতীয় সেট ড্র এবং তৃতীয় সেট জিতে দুই দলই পয়েন্টে সমতায় ছিল (৩–৩)। তবে চূড়ান্ত সেটে বাংলাদেশ মাত্র ৫২ স্কোর করলে তাইপে ৫৬ স্কোর করে ম্যাচ ও ব্রোঞ্জ জিতে নেয়।

সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স আসে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগ থেকে, যেখানে হিমু বাছাড়, রাকিব নাওয়াজ আহমেদ ও সোহেল রানা গঠিত দল প্রথম রাউন্ডেই বিদায় নেয়। ভুটানের কাছে ২২২–২১৮ পয়েন্টে হারে তারা।

রিকার্ভ নারী দলগত ইভেন্টে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ, কারণ প্রয়োজনীয় তিনজন আরচ্যার ছিল না। বর্তমানে কেবল একজন নারী রিকার্ভ আরচ্যারই রয়েছে দলে।

তবে আগামীকাল বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র ইভেন্টে মাঠে নামবে দল। ব্যক্তিগত বিভাগে আলিফ লড়বেন স্বর্ণের জন্য, আর হিমু বাছাড় খেলবেন ব্রোঞ্জের জন্য। সবমিলিয়ে সামনে আরও পদক জয়ের সুযোগ থাকলেও আজকের দিন ছিল স্পষ্ট হতাশার।

Exit mobile version