২৬ জুলাই সিন নদীতে হয়ে গেলো প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। শুরু হয়ে গেছে সোনার লড়াইও। আজ প্যারিসের সিন নদীতে ছেলেদের ট্রায়াথলন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিলো। তবে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটি এক দিনের জন্য স্থগিত করা হলো।
একদিন পিছিয়ে দেয়া হলো ট্রায়ালথন প্রতিযোগিতা। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্যারিস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন।
এক বিবৃতিতে তাঁরা জানিয়েছে, গত শুক্র ও শনিবার তীব্র বৃষ্টি হওয়ার কারণে নদীর কিছু জায়গায় দূষণ বেড়েছে। যা এখনো গ্রহণযোগ্য সীমার ওপরে।