বিশ্বব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটদের উন্নয়নে কাজ করা সংগঠন স্পেশাল অলিম্পিকস পেয়েছে নতুন নেতৃত্ব। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে স্পেশাল অলিম্পিকস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড এভানজেলিস্তা। তিনি বর্তমানে স্পেশাল অলিম্পিকস ইউরোপ-ইউরেশিয়ার প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
ডেভিড এভানজেলিস্তা দায়িত্ব নিচ্ছেন দীর্ঘদিনের প্রেসিডেন্ট মেরি ডেভিসের এর জায়গায়। মেরি ডেভিস চলতি বছরের ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তিনি ১০ বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এবং মোট ৪৭ বছর ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন।
বর্তমানে ইউরোপ-ইউরেশিয়া অঞ্চলের ৫৮টি দেশে স্পেশাল অলিম্পিকসের কার্যক্রম পরিচালনা করছেন এভানজেলিস্তা। তাঁর নেতৃত্বে সরকারি সংযোগ, কর্পোরেট পার্টনারশিপ, বহুপাক্ষিক উন্নয়ন এবং জাতীয় ও আঞ্চলিক কর্মসূচির সম্প্রসারণ ও টেকসই উন্নয়নে ব্যাপক সাফল্য এসেছে।
স্পেশাল অলিম্পিকস বোর্ড অব ডিরেক্টরস এই নিয়োগ নিশ্চিত করেছে এবং আশা করা হচ্ছে, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে বিশ্বজুড়ে তাদের সংস্থার সম্প্রসারণ ও প্রভাব আরও বাড়বে।
স্পেশাল অলিম্পিসের নতুন প্রেসিডেন্ট ও সিইও ডেভিড এভানজেলিস্তাকে স্বাগত জানিয়েছেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম। তিনি জানিয়েছেন, এভানজেলিস্তা দীর্ঘদিন ধরে বিশষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবীদদের নিয়ে কাজ করছেন। তার নেতৃত্বে স্পেশাল অলিম্পিসের আন্দোলনে আর গতিশীল হবে। ফারুকুল ইসলাম আরও জানিয়েছেন, এভানজেলিস্তা আফ্রিকা এবং আমেরিকায় বেশি কাজ করেছেন। এবার তার কাজের ক্ষেত্র হবে পুরো বিশ্ব।
এদিকে, চলতি দায়ীত্ব থাকা মেরি ডেভিসের প্রসঙ্গে ফারুকুল ইসলাম বলেন, তিনি প্রায় পাঁচ দশক (৪৭ বছর) ধরে স্পেশাল অলিম্পিকসের সাথে যুক্ত এবং দশ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়ীত্ব পালন করছেন। এখন তিনি এমন একজনের কাছে দায়ীত্ব দিয়ে যাচ্ছেন যার মাধ্যমে স্পেশাল অলিম্পিকসের আন্দোলন আরও গতিশীল হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















