ক্যারিয়ারে ভুড়ি ভুড়ি ক্লাব শিরোপা জয় করেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক শিরোপাও তার সংগ্রহে কম না। ক্যারিয়ারে মেসি সবচেয়ে বড় প্রথম আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছিলেন ২০০৮ সালে। জয় করেছিলেন অলিম্পিক গোল্ড।
২০০৮ সালে অলিম্পিক খেলার সময় মেসির অনেক সতীর্থের মধ্যে একজন ছিলেন হ্যাভিয়ের মাশ্চেরানো। সাবেক সেই সতীর্থ এখন আর্জেন্টিনা অনুর্ধ্ব-২০ দলের কোচ। তার প্রশিক্ষণে আর্জেন্টিনা অলিম্পিক বাছাই ফুটবল খেলবে। আগামী বছর অনুষ্ঠেয় অলিম্পিকে মাশ্চেরানো তার দলে মেসিকে চাইছেন। মাশ্চেরানো জানিয়েছেন, মেসির জন্য অলিম্পিকের দরজা খোলা আছে।
মেসিকে দলের পাওয়ার ব্যাপারে মাশ্চেরানো বলেন, আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে এবং আমি বলেছি অবশ্যই। তার জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে। সে যা করতে চায় তা করতে পারে। তার সঙ্গে আমার দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে আসল কথা হচ্ছে আগে আমাদেরকে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।’
কাতার বিশ্বকাপের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো কথা জানিয়েছিলেন। এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। অবসর জীবন কবে শুরু করবেন সে সম্পর্কে নতুন করে কিছু জানাননি। তবে আগামী বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকায় খেলার ইচ্ছার কথা জানিয়েছেন। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে। শেষ হবে ১৪ জুলাই। তার দুই সপ্তাহ পর প্যারিসে শুরু হবে অলিম্পিকের আসর।
অলিম্পিকে খেলার আগে আর্জেন্টিনাকে বাছাই পর্বের বাধা পার হতে হবে। আগামী বছরের শুরুতে ভেনেজুয়েলায় শুরু হবে সেই বাছাই পর্ব। দক্ষিণ আমেরিকার দশ দল বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। অলিম্পিকে খেলতে হলে সেরা দুই দল হয়ে টুর্নামেন্ট শেষ করতে হবে। অর্থাৎ অলিম্পিকে যেতে হলে টুর্নামেন্টের ফাইনাল খেলতে হবে আর্জেন্টিনাকে।
মেসিকে অলিম্পিকে দেখা ইচ্ছা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। মাশ্চেরানো তার সাবেক সতীর্থ মেসিকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পক দল সাজাতে চান এমন খবর চাউর হওয়ার পর পরই নড়েচড়ে বসেছেন থমাস বাখ। তিনি বলেন, মেসিকে আবার অলিম্পিকে দেখতে পেলে তা দারুণ এক ব্যাপার হবে। মেসি এখানে আসলে তার সামনে ইতিহাস তৈরি করার চমৎকার একটা সুযোগ হবে। চ্যাম্পিয়ন হতে পারলে মেসি হবেন একমাত্র খেলোয়াড় যার কাছে অলিম্পিক ফুটবলের দুটো সোনা থাকবে।’
বাখ আরও বলেন, মাশচেরানো কিভাবে দল গঠন করবেন সে ব্যাপারে আমি কিছু বলবো না। তবে অলিম্পিকে মেসির খেলার দারুণ সম্ভাবনা রয়েছে। যদি সে দলে থাকে তাহলে আর্জেন্টিনার শিরোপা জয়েরও চমৎকার সুযোগ থাকবে। তাছাড়া তার উপস্থিতি ফুটবলের জন্য যেমন অলিম্পিক গেমসের জন্যও দারুণ ব্যাপার হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকবো।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাচ্ছে গৃষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর।