২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ১৪ অক্টোবর, শনিবার বসেছিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১তম বার্ষিক শীর্ষ সম্মেলন। সেখানেই ২০৩৬ সালে অনুষ্ঠেয় অলিম্পিকের স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য আমরা চেষ্টায় কোনো কমতি রাখবো না’। অলিম্পিক আয়োজন ভারতের বহু পুরোনো স্বপ্ন এমনটা উল্লেখ করে মোদী বলেন, ‘আমরা আপনাদের সাহায্য ও সহযোগিতা নিয়ে আমাদের এই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে চাই’। এছাড়াও ভারত ২০২৯ সালের যুব অলিম্পিক আয়োজন করতে চায় বলেও জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এর সাথে যোগ করে তিনি বলেন, ‘খেলা শুধুমাত্র মেডেল জয় করার উপলক্ষ্যই নয় বরং তা দিয়ে হৃদয় জয় করা সম্ভব’।

ভারত কখনো অলিম্পিক আয়োজন না করলেও ২০১০ সালের কমনওয়েলথ গেমস দিল্লীতে অনুষ্ঠিত হয়েছিলো। অলিম্পিকের পরবর্তী সংস্করণটি ২০২৪ সালে প্যারিস, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস এবং ২০৩২ সালে ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।

Exit mobile version