ভারতের রাঁচিতে অনুষ্ঠেয় ‘‘সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০২৫’’ উপলক্ষ্যে আগামীকাল ৬ মার্চ থেকে ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সর্বশেষ ৪৮তম জাতীয় এ্যাথলেটিক্স থেকে ১৪জন খেলোয়াড়, তিনজন কোচ এবং একজন কো-অর্ডিনেটর নিয়ে এই ক্যাম্প শুরু হচ্ছে।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে আগামী ০৩ থেকে ০৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ। এই প্রতিযোগীতায় সর্বোচ্চ সাফল্য পেতে লম্বা সময়ের জন্য ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।
ঢাকার বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ৬ মার্চ শুরু হওয়া ক্যাম্প চলবে মে মাসের ১ তারিখ পর্যন্ত। ক্রীড়া সরঞ্জামাদি দিয়ে সহায়তা করছে বাংলাদেশ সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। অ্যাথলেট ও প্রশিক্ষকদের থাকা-খাওয়া আর্মি স্টেডিয়ামের বিওএ আবাসিক হোস্টেলে ব্যবস্থা করা হবে।
কো-অর্ডিনেটর মোঃ কিতাব আলী, হার্ডলস ও ম্যারাথন প্রশিক্ষক জনাব মোঃ ফরিদ খান চৌধুরী ক্যাম্প কমান্ড্যান্টেরও দায়ীত্ব পালন করবেন। স্প্রিন্ট প্রশিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি এবং জাম্প প্রশিক্ষক ও ক্যাম্প কমানড্যান্ট (মহিলা) বিকেএসপির প্রশিক্ষক ফৌজিয়া হুদা জুঁই।