অজিদের ৩০৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

ভারতে চলছে বিশ্বকাপের ১৩তম আসর। নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আঙুলের ইনজুরিতে আজ একাদশে ছিলেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অবর্তমানে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দিনের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন লিটন দাস ও তানজিদ হাসান সাকিব। দশ ওভারের পাওয়ার প্লে শেষে দুই ওপেনারের পার্টনারশিপ দাঁড়ায় ৬৮ রান। এই দুইজনের ৭৬ রানের জুটি ভাঙে ইনিংসের ১১ তম ওভারের দ্বিতীয় বলে। ৩৪ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরেন তানজিদ হাসান। আরেক ওপেনার লিটনের রান থামে দলীয় ১০৬ রানে। তাঁর ব্যক্তিগত সংগ্রহও ৩৬। ওয়ানডাউনে নামা নাজমুল হাসান শান্তকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তৌহিদ হৃদয়। শান্ত রানআউটের ফাঁদে পড়ায় তাঁদের জুটিও বেশিদূর ডানা মেলতে পারেনি। দুইজনের ৬৪ রানের জুটি ভাঙে দলীয় ১৭০ রানে। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তৌহিদ হৃদয়। মার্কাস স্টয়নিসের বলে ব্যক্তিগত ৭৪ রানে আউট হওয়ার আগে তিনি তুলে নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক। মাঝে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তাঁকে কিছুটা সঙ্গ দেয়ার চেষ্টা করলেও কেউই ছন্দ ধরে রাখতে পারেননি। রিয়াদ ৩২ এবং মুশফিক আউট হয়েছেন ২১ রান করে। শেষে মিরাজের ২৯ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩০৬ রান। এটিই এবারের বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ রানের ইনিংস।

এদিন অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে দুইটি করে উইকেট নিয়েছেন শন এবোট ও অ্যাডাম জাম্পা। একটি উইকেট পেয়েছেন মার্কাস স্টয়নিস। শান্ত,মাহমুদুল্লাহ এবং নাসুম রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।

Exit mobile version