অধিনায়ক ব্রুকের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ

বৃষ্টির বাধা, যানজটের জটিলতা আর দুর্দান্ত ইংল্যান্ড ব্যাটিং—সব মিলিয়ে গতকালের তৃতীয় ওয়ানডে যেন এক জমজমাট নাটক। ওভালে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক নেতৃত্বে থাকা এটাই ছিল তাঁর প্রথম ওয়ানডে সিরিজ এবং তাতেই চূড়ান্ত সাফল্য।

বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেরিতে। ওয়েস্ট ইন্ডিজ দল যানজটে পড়ে মাঠে পৌঁছাতে দেরি করে ১০ মিনিট। তবে ইংল্যান্ড দলের দ্রুত সিদ্ধান্ত—জশ বাটলারের পরামর্শে ১২ জন খেলোয়াড় ইলেকট্রিক বাইকে চড়ে পৌঁছে যান সময়মতো। সেই উপস্থিত বুদ্ধিই যেন ম্যাচেও প্রতিফলিত হয়।

টস জিতে ব্যাট করতে পাঠানো হয় ওয়েস্ট ইন্ডিজকে। নির্ধারিত ৪০ ওভারে ২৫১ রান তোলে ক্যারিবীয়রা। শেরফান রাদারফোর্ড করেন ৭০, গুড়াকেশ মোতি ৬৩ ও আলজারি জোসেফ ৪১ রান। ইংল্যান্ডের হয়ে ওপেনার জেমি স্মিথ মাত্র ২৮ বলে করেন ৬৪ রান—ওয়ানডেতে তাঁর প্রথম ফিফটি। বেন ডাকেট ৫৮ ও জো রুট ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষে ব্রুক (২৬*) ও বাটলার (৪১*) সহজেই জয় নিশ্চিত করেন।

ব্রুক বলেন, “এই দলটা নিয়ে খেলতে দারুণ লাগছে। সবাই দারুণ পারফর্ম করছে—ব্যাটিংয়ে গভীরতা ও বোলিংয়ে বৈচিত্র্য আছে।”

ওয়ানডে সিরিজের পর এবার সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ শুক্রবার, চেস্টার-লি-স্ট্রিটে।

Exit mobile version