বড় স্বপ্ন নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়াল দিয়েছিল বাংলাদেশ। কিন্তু না। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।
বোলিং নিয়ে সন্তুষ্টি থাকলেও ব্যাটিং নিয়ে হতাশ অধিনায়ক শান্ত। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুবাইয়ে ২২৮ রান করে ৬ উইকেটে হারা। নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২৩৬ রান তুলে পাঁচ উইকেটে পরাজয়।
টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর হতাশ বলেন,‘অধিনায়ক হিসেবে খুবই হতাশাজনক (দল হিসেবে আবার ব্যর্থ হওয়া)। আমাদের বোলিং ইউনিট যদি দেখেন, গত কয়েক বছরে আমরা দারুণ করেছি। মানসম্পন্ন কিছু ফাস্ট বোলার ও স্পিনার আছে আমাদের। সবসময় একজন রিস্ট স্পিনার চেয়েছি আমরা। সেটিও এখন পেয়ে গেছি।’
এছাড়া তিনি বলেন,‘আমার মনে হয়, ব্যাটিং গ্রুপ ও ফিল্ডিংয়ে দল হিসেবে অনেক উন্নতি করতে হবে আমাদের। ব্যাটিংয়ে উন্নতির কথা আমি অনেকবার বলেছি। কিন্তু বারবার আমরা একই ভুল করে গেছি। ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে পারি, এখানে সত্যিই মনোযোগ দিতে হবে অনেক। আশা করি, এই টুর্নামেন্টের পর ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কিছু বদল আনব, ভিন্ন পথের কথা ভাবব এবং ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা করব।’