অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল আজ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও টুর্নামেন্টের অন্যতম সফল দল ভারত। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে।
গত আসরে বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জয় করেছিল। ফলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ টাইগারদের সামনে। আজকের ম্যাচের প্রতিপক্ষ ভারতকে উড়িয়ে দিয়ে গত আসরের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার সেমিফাইনালে টাইগাররা উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে এবারের আসরে বেশ মিল রয়েছে। দুই দল গ্রুপ পর্বে একটা করে ম্যাচ হেরেছে। উভয় দলই গ্রুপে রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল। দুই দল সেমিতে তাদের প্রতিপক্ষকে সহজে হারিয়েছে। ভারত হারিয়েছে শ্রীলঙ্কাকে, আর বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। ফলে এবার কোনো দলের সামনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই।
বাংলাদেশের সামনে যেমন টানা শিরোপা জয়ের হাতছানি। তেমনি ভারতের সামনে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ। টুর্নামেন্টের অন্যতম সফল দল ভারত গত দশ আসরের আটটিতে শিরোপা জয় করেছে। বাংলাদেশ ও পাকিস্তান একবার করে সাফল্য পেয়েছে। বাংলাদেশের সামনে এবার সুযোগ পাকিস্তানকে পেছনে ফেলার। অবশ্য পাকিস্তান এমনিতেই পেছনে রয়েছে। কেননা ২০২৩ সালে বাংলাদেশ এককভাবে শিরোপা জয় করেছে। আর পাকিস্তান যে একবার সাফল্যের হাসি হেসেছে, তা মোটেও পরিপূর্ণ হাসি ছিল না। কেননা তারা শিরোপা জয় করেছে যুগ্মভাবে। ২০১২ সালের আসরে তারা ভারতের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছিল। ফাইনাল ম্যাচ টাই হওয়ায় যুগ্মভাবে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।