অনেক আলোচনার ম্যাচে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়

১ম ওয়ানডেতে ২ উইকেটে হারল দক্ষিণ আফ্রিকা

প্রায় ৪ মাস পর ফিরে নাসিম শাহ ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে ভূমিকা রাখেন

মঙ্গলবার ১৭ বছর পর ফয়সালাবাদে কোনো আন্তর্জাতিক ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইকবাল স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান। সেই ম্যাচটিতে আবার শাহীন শাহ আফ্রিদির ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু! সবমিলিয়ে পাকিস্তানের জয় পাওয়াটা দরকার ছিল। দারুন প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা সেই ম্যাচে ২ বল বাকি থাকতে সফরকারী প্রোটিয়াদের ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

অবশ্য দক্ষিণ আফ্রিকারও এদিন নতুন কিছুর সংযোজন ঘটেছে। অবসর ভেঙ্গে ফেরা কুইন্টন ডি ককের প্রথম ম্যাচ এটি। ৩ তরুন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা ও সিনেথেম্বা কেশিলের অভিষেক হয়েছে। ভারপ্রাপ্ত হলেও অধিনায়ক হিসেবে ম্যাথু ব্রিটজকেরও শুরু এদিন।

অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদি ও ম্যাথু ব্রিটজকের প্রথম ওয়ানডে

অবশ্য টস জিতেছেন শাহীন শাহ আফ্রিদি এবং দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। অভিষিক্ত লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে নিয়ে অবসর ভেঙ্গে ফেরা অভিজ্ঞ কুইন্টন ডি কক উদ্বোধনী জুটিতে ১৬ ওভারেই ৯৮ রান তুলে নেন। উভয়ে অর্ধশতক হাঁকান।

প্রিটোরিয়াস ৬০ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৭ রানে সাজঘরে ফেরেন সাইম আইয়ুবের স্পিনে। তবে কক দ্বিতীয় উইকেটে আরও ৪৩ রান যোগ করেন টনি ডি জর্জির সঙ্গে। তিনিও ৭১ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৩ রানে আউট হন দীর্ঘদিন পর ফেরা নাসিম শাহর পেসে।

অধিনায়ক ব্রিটজকে ৫৪ বলে ২ চার ও ২ ছয়ে ৪২ রানে বিদায় নেওয়ার পর বাকিরা কেউ বড় স্কোর করতে পারেননি। জর্জি ১৮ ও কেশিলে ২২ রানে আউট হয়েছেন। শেষদিকে করবিন বশ ৪০ বলে ৬ চারে ৪১ রান করলেও ৪৯.১ ওভারে ২৬৩ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর অবসর নেওয়া কুইন্টন ডি কক প্রত্যাবর্তনের ম্যাচে করেন ৬৩ রান

৪ মাস পর ফেরা নাসিম শাহ ৯.১ ওভারে ৪০ রান দিয়ে ৩টি এবং লেগস্পিনার আবরার আহমেদ ৯ ওভারে ১ মেডেনে ৫৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি শিকার সাইম আইয়ুবের।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৫.২ ওভারে ৮৭ রানের ওপেনিং জুটিতে দারুন জবাব দিয়েছে পাকিস্তান। কিন্তু সাইম আইয়ুব ৪২ বলে ৪ চার, ১ ছয়ে ৩৯ রানে বিদায় নিলে কিছুটা থমকে গেছে পাকরা। ১০৫ রানেই ৩ উইকেট হারায় তারা। ফখর জামান ৫৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ এবং বাবর আজম ১২ বলে ৭ রানে সাজঘরে ফেরেন।

কিন্তু চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা ১১১ বলে ৯১ রানের দারুন এক জুটি গড়ে পাকিস্তানকে জয়ের ভিত গড়ে দেন। উভয়ে হাফ সেঞ্চুরি করেন। কিন্তু কিছু পরেই রিজওয়ান আউট হয়ে গেলে আবার বিপাকে পড়ে পাকিস্তান। রিজওয়ান ৭৪ বলে ৬ চারে ৫৫ রানে সাজঘরে ফেরার পর হুসেন তালাত ২৫ বলে ২২ রান করলেও বাকিরা ব্যর্থ হন।

মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়েছেন

অবশ্য সালমান আগা ৭১ বলে ৫ চার, ১ ছয়ে ৬২ রানে যখন বিদায় নেন তখন মাত্র জয় থেকে ১২ রান দূরে পাকিস্তান। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তুলে জয় পায় পাকরা। করবিন বশ, ডোনোভান ফেরেইরা ও লুঙ্গি এননগিডি ২টি করে উইকেট নেন। অধিনায়ক হিসেবে শাহীন আফ্রিদিও প্রথম জয়ের মুখ দেখেন।

Exit mobile version