ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর আগেই ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকেও সরে দাঁড়ান তিনি। এখন তার ফোকাস পুরোপুরি ওয়ানডেতে। আর সেই লক্ষ্যে শরীরের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে চান হিটম্যান।
খবর অনুযায়ী, রোহিত দীর্ঘদিন ধরে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন, যা গত পাঁচ বছরে বারবার তাকে খেলায় পিছিয়ে দিয়েছে। চিকিৎসকদের মতে, সমস্যার স্থায়ী সমাধান একমাত্র অস্ত্রোপচারেই সম্ভব। তবে দলের দায়িত্ব ও টুর্নামেন্টের চাপে তিনি এতদিন অস্ত্রোপচার পিছিয়ে দিয়েছিলেন।
আইপিএল ২০২৫ শেষ হলেই রোহিত ছুরির নিচে যাবেন বলে জানা গেছে। বর্তমানে তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন এবং আগামী কয়েক মাস ওডিআই সিরিজও নেই। এই সময়টা কাজে লাগিয়ে তিনি সার্জারির মাধ্যমে পুরোপুরি সুস্থ হতে চান।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, রোহিত ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছেন। সে লক্ষ্যে এখন থেকেই শারীরিক প্রস্তুতি নিতে চান তিনি। ২০১৬ সালে কোয়াডস টেন্ডনের অস্ত্রোপচারের পর তিন মাসে মাঠে ফিরেছিলেন রোহিত। এবারও হ্যামস্ট্রিং সার্জারি থেকে সেরে উঠতে একই সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে।
