আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নতুন অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড দেখলো ক্রিকেট দুনিয়া! ক্রিকেট ইতিহাসে যেখানে এর আগে, কেউ পৌঁছাতে পড়েনি, এবার তাই করে দেখালেন দক্ষিণ আফ্রিকার তরুণ এক ব্যাটার। লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে নতুন ইতিহাস গড়েন ব্রিটস্কি।
প্রায় ৪৭ বছর আগে এই ফেব্রুয়ারি মাসেরই এমন এক দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ক্যারিবিয়ানরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের ৪৮তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয়েছিল কিংবদন্তি ডেজমন্ড হেইন্সের। আর সেদিন অজি বোলারদের নাভিশ্বাস তুলে ১৪৮ রান করে থেমেছিলেন এই ক্যারিবিয়ান। যা এখন পর্যন্ত ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
তার ঠিক ৪৭ পর, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এসে থামলো উইন্ডিজ কিংবদন্তির গড়া সেই রেকর্ড। এবার দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র ১ টেস্ট ও ১০ টি-টোয়েন্টি খেলা ম্যাথিউ ব্রিটজ প্রথমবার নেমেছেন ওয়ানডে খেলতে।
ওপেনিংয়ে নেমে ইনিংসের প্রথম বলটাও মোকাবেলা করেছেন তিনি। আর দলের চাপের মুখে কিছুটা দেখে শুনে ব্যাটিং করেন। কিন্তু যখন সাজঘরে ফিরছেন, তখন তার নামের পাশে ঠিক ১৫০ রান।
যা আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়েসী এই ব্যাটার ৬৮ বলে করেন ফিফটি। আর সেঞ্চুরি পূর্ণ করতে মোকাবেলা করেন ১২৮ বল। কিন্তু এরপরের ৫০ করতে মোকাবেলা করেন মাত্র ১৯ বল।
আর তাতেই ১৪৭ বলে ১৫০ করেই নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। তার অবিশ্বাস্য ইনিংসে ১১ চার ও ৫ ছক্কা রয়েছে। অবশ্য দেড়শ পূরণের পরেই আউট হয়েছেন তিনি। তার রেকর্ডের দিনে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেটে থামে ৩০৪ রানে।
এক নজরে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস!
ম্যাথু ব্রিটজকে দ. আফ্রিকা – ১৫০ রান – প্রতিপক্ষ নিউজিল্যান্ড
ডেজমন্ড হেইন্স ওয়েস্ট ইন্ডিজ – ১৪৮ রান – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তান – ১২৭ রান – প্রতিপক্ষ আয়ারল্যান্ড
কলিন ইনগ্রাম দক্ষিণ আফ্রিকা – ১২৪ রান – প্রতিপক্ষ জিম্বাবুয়ে
মার্ক চ্যাপম্যান হংকং – ১২৪ রান – প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত