গত মৌসুম শেষে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হতেই নতুন প্রধান কোচের খোঁজে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইয়ন মরগানসহ একাধিক নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত নিজেদের পুরনো সহযোগী অভিষেক নায়ারকেই দায়িত্ব দিতে চলেছে শাহরুখ খানের দল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, কেকেআর কর্তৃপক্ষ ইতোমধ্যেই নায়ারকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। দলের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক দিন আগেই নায়ারের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।
নায়ার বহু বছর ধরে কেকেআরের কোচিং সেটআপে যুক্ত। গৌতম গম্ভীরের সময় তিনি ছিলেন সহকারী কোচ, আর গত আইপিএল মৌসুমে দলের শিরোপা জয়ের অংশীদারও ছিলেন। এরপর ভারতীয় জাতীয় দলে সহকারী কোচ হিসেবেও কাজ করেন তিনি। ফলে দলের ড্রেসিংরুম, খেলোয়াড়দের মানসিকতা—সবই ভালোভাবে জানা তাঁর। ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও নায়ারকে পছন্দের তালিকায় রেখেছে কেকেআর ব্যবস্থাপনার।
সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই কেকেআরের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে অভিষেক নায়ারের।
নায়ার সর্বশেষ নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিঙ্কু সিং ও হর্ষিত রানার মতো ক্রিকেটারদের ব্যাটিং গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রিঙ্কু ও হর্ষিতের মতো তরুণদের উত্থানের পেছনেও ছিল তাঁর হাত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















