অর্থের ঝনঝনানিতে ক্রিকেট বিশ্বে দাপট দেখাচ্ছে ফ্রাঞ্জাইজি ক্রিকেট। এর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলকে রাখতে হবে সবার উপরে। একটা সময় আইপিএলের পরই ছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল। তারকা খেলোয়াড়দের কারণে বিশ্বক্রিকেটেই দাপুটে জায়গা করে নিয়েছিলো বিপিএল। কিন্তু এখন সেই অবস্থান হারিয়েছে বাংলাদেশের ফ্রাঞ্জাইটি এই লিগ। শুধু কি তাই? অর্থ বা প্রাইজমানি বিচারেও আলোচনায় নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
ক্রিকেটের নির্ভরযোগ্য কয়েকটি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, আইপিএলের সর্বশেষ আসরে রেকর্ড ছিল ৬১ কোটি টাকা (৪৬ কোটি ৫০ লাখ রুপি)। এতদিন এই পরিমান অর্থ পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের পরেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের অবস্থান ছিল। এত দিন ৩৯ কোটি টাকা (৫৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার) পুরস্কার দিয়েছে বিগ ব্যাশ। জানা গেছে, চলমান আসরেও এই পরিমান অর্থ প্রদান করবে তারা। গতকাল ৪০ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণার পরে দুই নাম্বারে তালিকায় আসে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্জাইজি লিগ এসএ টোয়েন্টি, তালিকা থেকে বিগ ব্যাশ নেমে গেছে তিনে।
তালিকায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চতুর্থ অবস্থানে রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি ৩৮ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে গত আসরে। অন্যদিকে মোট ২৩ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) তালিকায় আছে পাঁচ নাম্বারে। বিসিবি আর্থিক দিক থেকে বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হয়েও তালিকায় শীর্ষ পাঁচেও নেই বিপিএল।
আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। অথচ এবারের আসরের প্রাইজমানির পরিমান এখনো জানায়নি বিসিবি। ২০২২ বিপিএলের মৌসুমে মোট প্রাইজমানির পরিমান ছিল ২ কোটি টাকা। গত বছর দুই গুন বাড়িয়ে টাকার পরিমান করা হয় ৪ কোটি টাকা। পুরস্কারের অর্থ দ্বিগুণ করার ঘোষণা দিলেও সে বিষয়ে নতুন কোন বার্তা দেয়নি বিসিবি।
গত বছর থেকে যাত্রা শুরু হয়েছে আরব আমিরাতের ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি। যা ইতিমধ্যেই বিপিএলের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের প্রাইজমানির পরিমাণ বাংলাদেশী মুদ্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা।
বিপিএলের সঙ্গে এই লিগের সূচি মিলে যাওয়ায় এবং বিপিএলের চেয়ে অর্থ পুরস্কার বেশি হওয়ায়, ফর্মে থাকা বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে না এসে খেলতে যাচ্ছেন আরব আমিরাতে। তাই সেরা খেলোয়াড়দের পাওয়া নিয়ে সংশয়ে বিপিএল কর্তৃপক্ষ।
দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি, শুরু হতে যাচ্ছে আগামী বুধবার। এই টুর্নামেন্ট সামনে রেখে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) গতকাল প্রাইজমানি ঘোষণা করেছে । যার পরিমাণ দক্ষিণ আফ্রিকান মুদ্রায় ৭ কোটি র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি টাকার কিছু বেশি। এ ঘোষণার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগগুলোর সর্বোচ্চ প্রাইজমানির তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এল এসএ টোয়েন্টি।
নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের প্রাইজমানির পরিমাণ ১২ লাখ নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি ২০ লাখ টাকা, এই পরিমাণ প্রাইজমানি নিয়ে তালিকায় আট নাম্বারে আছে নিউজিল্যান্ড। প্রাইজমানির দিক থেকে বিপিএলের অবস্থান রয়েছে নয় নাম্বারে। প্রাইজমানির দিক থেকে শীর্ষ ১০ লিগের তালিকায়, বিপিএলের পর আছে শুধু শ্রীলঙ্কার ঘরোয়া আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
ইংল্যান্ডের টি–টোয়েন্টি প্রাইজ মানির দিক থেকে বেশ পিছিয়েই আছে। এই টুর্নামেন্টে মোট ১৩ কোটি ৯০ লাখ টাকা বা ১০ লাখ ব্রিটিশ পাউন্ড অর্থ পুরস্কার দেওয়া হয়। বিশ্বের শীর্ষ ধনী তিন বোর্ডের একটি হয়েও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কম অর্থ পুরস্কার দেয় কারণ ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্ট আদতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ নয়, ইসিবি ফ্যাঞ্চাইজি লিগ আকারে যে টুর্নামেন্ট আয়োজন করে, সেটা দ্য হান্ড্রেড। অর্থাৎ ১০০ বলের ম্যাচ খেলা হয়ে থাকে।তাই তারা তালিকায় নেই।
টি–টোয়েন্টি লিগে কোন ফ্র্যাঞ্চাইজি’র প্রাইজমানি কত?
লিগ দেশ প্রাইজমানি (টাকায়)
আইপিএল ভারত ৬১ কোটি
এসএ টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা ৪০ কোটি
বিগ ব্যাশ অস্ট্রেলিয়া ৩৯ কোটি
পিএসএল পাকিস্তান ৩৮ কোটি
সিপিএল ওয়েস্ট ইন্ডিজ ২৩ কোটি
আইএলটি টোয়েন্টি আরব আমিরাত ১৪ কোটি ২০ লাখ
টি-টোয়েন্টি ব্লাস্ট ইংল্যান্ড ১৩ কোটি ৯০ লাখ
সুপার স্ম্যাশ নিউজিল্যান্ড ৮ কোটি ২০ লাখ
বিপিএল বাংলাদেশ ৪ কোটি
এলপিএল শ্রীলঙ্কা ২ কোটি ৫০ লাখ
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














