অসহায়দের জন্য ম্যাচসেরার অর্থ দান করবেন শরিফুল

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নায়ক হয়ে উঠলেন শরিফুল ইসলাম। বল হাতে নিয়ন্ত্রিত স্পেল, পরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস—দুয়েই অবদান রেখেছেন তিনি। এই পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হওয়ার পর বড় একটি ঘোষণা দিয়ে আলোচনায় এলেন বাংলাদেশের তরুণ পেসার।

শরিফুল জানিয়েছেন, ম্যাচসেরার পুরস্কারের পুরো অর্থ তিনি ব্যয় করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের জন্য। শুধু এই ম্যাচেই নয়, ভবিষ্যতে যখনই আন্তর্জাতিক বা ঘরোয়া আসরে ম্যাচসেরা হবেন, প্রতিবারই সেই অর্থ দান করবেন অভাবী মানুষদের মাঝে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় শরিফুল লিখেছেন,
“আলহামদুলিল্লাহ, ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। দলের দারুণ প্রচেষ্টা, সবাইকে অভিনন্দন। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হবো, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবো ইনশাআল্লাহ।”

শুক্রবার আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেন শরিফুল। পরে ব্যাট হাতে ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের পথে এগিয়ে নেন। তার এই পারফরম্যান্সেই পাঁচ বল বাকি থাকতে ২ উইকেটে জিতে যায় বাংলাদেশ, নিশ্চিত হয় সিরিজ জয়ও।

মাঠের সাফল্যের সঙ্গে মানবিকতার এই উদ্যোগ শরিফুলকে যেন আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Exit mobile version