অবশেষে চোকার তকমা ঘোচালো দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো প্রোটিয়ারা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২১২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৩৮ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২০৭ রান করলে প্রথম ইনিংসে ৭৪ রানের লিড থাকায় প্রোটিয়াদের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২৮২ রান। ৫ উইকেট হারিয়েই যা টপকে যায় টেম্বা বাভুমার দল।
স্কোর :
টস : দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়া : ২১২ ও ২০৭
দক্ষিণ আফ্রিকা : ১৩৮ ও ২৮২/৫
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।