আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার আগে ফাইনালে ভারত। মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল শক্তিশালী ভারত। ফলে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।
দুবাইয়ে হাইভোল্টেজ সেমিফাইনালে মূলত ভারতের জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। শুরুর চাপ কাটিয়ে ৩৬ ওভার শেষে ৪ উইকেটে ১৯৫ রানের শক্ত অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারদের দুর্দান্ত বোলিংয়ে অজিরা ২৬৪ রানে গুটিয়ে যায় তিন বল বাকি থাকতে। আর জয়ের জন্য সেই রান ভারত পেরিয়ে যায় ১১ বল হাতে রেখেই।
এ জয়ের ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ভারত। অবশ্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই হারের বদলা নিল ভারত।
ফাইনালে উঠতে ২৬৫ রানের তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার শুবমান গিলকে হারায় ভারত। ব্যক্তিগত ৮ রান করে গিল ফিরলে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার রোহিত শর্মা দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাটে ২৯ বলে আসে ২৮ রান। ফলে দলীয় ৪৩ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিজ্ঞ বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এদিন আইয়ার ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৬২ বলে করেছেন ৪৫ রান। এরপর অক্ষর প্যাটেল-হার্দিক পান্ডিয়ারাও থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।
এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক প্রান্তে অবিচল ছিলেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে বিদায় নেন তিনি। ফেরেন ব্যক্তিগত সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। ৯৮ বলে ৫ বাউন্ডারিতে ৮৪ রানে জাম্পার বলে বিদায় নেন।
শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন লোকেশ রাহুল। তার ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে ১১ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এর আগে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারে কুপার কনোলিকে শূন্য রানে হারায় অস্ট্রেলিয়া। এই ধাক্কা সামলে ওয়ানডাউনে নামা স্মিথ জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। তবে ধীরগতিতে খেলে তারা জুটির অর্ধশতক পূর্ণ করেন।
এরপর নবম ওভারে হেডকে ফিরিয়ে জুটিটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ৩৩ বলে ৩৯ রান করে বিদায় নেন অজি ওপেনার। আর চারে নেমে লাবুশেন সঙ্গ দেন স্মিথকে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩৬ বলে ২৯ রান করে শিকার হন মোহাম্মদ শামির। এর মধ্যে ৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন স্মিথ।
পাঁচে নেমে জস ইংলিশ ১১ রান করে উইকেট হারান। তবে লড়তে থাকেন স্মিথ। যদিও সেঞ্চুরি অব্দি নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস। শামির বলে বোল্ড হয়ে ৯৬ বলে ৭৩ রান করে ফেরেন অজি অধিনায়ক।
স্মিথের বিদায়ের পর লড়েন কেয়ারি। তবে বাকিরা ব্যর্থ হচ্ছিলেন ব্যাট হাতে। গ্লেন ম্যাক্সওয়েল ৭ ও বেন ডারউইশ বিদায় নেন ১৯ রানে। শেষদিকে গিয়ে রানআউট হয়ে ফেরেন কেয়ারি। যাওয়ার আগে খেলে যান ৫৭ বলে ৬১ রানের ইনিংস। শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই ২৬৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন পেসার শামি। এছাড়া দুটি করে উইকেট নেন বরুণ ও রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪/১০
ভারত ৪৮.১ ওভারে ২৬৭/৪
ভারত ৪ উইকেটে জয়ী
