অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে সফরকারী পাকিস্তান। আজ হোবার্টে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচ পাকিস্তানকে ৭ উইকেট হারিয়েছে। টস জিতে ব্যাটিয়ে নামা পাকিস্তান ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া মাত্র ১১.২ ওভার ব্যাটিং করে প্রয়োজনীয় ১১৮ রান তুলে নিয়েছে।
হোবার্টের বেলেরিভ ওভালে, পাকিস্তানের ব্যাটাররা যেমন দলকে হতাশ করেছেন তেমনি বোলাররাও পাত্তা পাননি অজি ব্যাটারদের সামনে। উভয় বিভাগে অস্ট্রেলিয়ার হাতে নাস্তানাবুদ হয়েছে সফরকারী পাকিস্তান।
প্রথমে ব্যাট হাতে নামা পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ছাড়া আর কেউেই নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাত জন ব্যক্তিগত রানকে দুই অঙ্কে নিতে পারেননি। দ্বিতীয় উইকেটে বাবর আজমের সঙ্গী হওয়া হাসিবুল্লাহ খান কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি তাদের। হাসিবুল্লাহ ২৪ রান করেন। অন্যদের মাঝে শাহীন শাহ আফ্রিদির করা ১৬ রান ছিল উল্লেখযোগ্য।
অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি ছিলেন সফল বোলার । ২১ রানে ৩ উইকেট শিকার তার। এছাড়া অ্যাডাম জাম্পা ও স্পেন্সের জনসন দু’টি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়ার মার্ক স্টয়নিস ব্যাট হাতে তাণ্ডব করেছেন। ২৭ বলে ৬১ রান করেছেন। পাঁচটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি তার ইনিংসে। তার এমন ইনিংসেই অস্ট্রেলিয়া সহজ জয় তুলে নেয়। শাহীন আফ্রিদির ওপর দিয়েই গেছে বড় ঝড়টা। তার এক ওভারে অস্ট্রেলিয়া ২৫ রান নেয়।