হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে সিরিজে ফিরলো ইংল্যান্ড

৫ ম্যাচের ওয়ানডে সিরিজ

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ১১০ রানে অপরাজিত ছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক

১৮তম আন্তর্জাতিক ওয়ানডেতে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৬ রানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো স্বাগতিক ইংল্যান্ড। এদিকে, হেরে যাওয়া ম্যাচেও দারুণ ব্যাটিং করে অস্ট্রেলিয়ার নির্বাচকদের চিন্তা বাড়িয়ে দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি।

দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৯ সেপ্টেম্বর নটিংহ্যামের পর ২৪ সেপ্টেম্বর লিডসেও ইংল্যান্ডকে সহজেই হারায় অস্ট্রেলিয়া। চেস্টার লি স্ট্রিটে তৃতীয় ম্যাচেও বড় সংগ্রহ পায় অজিরা।

৭ উইকেটে অস্ট্রেলিয়ার ৩০৪ রানের জবাবে ৩৭ ওভার চার বল শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ২৫৪ রান। পরে বৃষ্টির কারণে খেলা শুরু না হলে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৪৬ রানে জয়ী ঘোষণা করা হয়।

চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৭ রানের মধ্যে দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও অধিনায়ক মিচেল মার্শ বিদায় নেন। পরে ওয়ান ডাউনে নামা স্টিভ স্মিথ ছয় নাম্বারে ব্যাটিংয়ে নামা অ্যালেক্স ক্যারি অপরাজিত ৭৭ এবং লোয়ার অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ৩০ ও অ্যারোন  হার্ডি ২৬ বলে ৪৪ রান করলে ৭ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ পায় সফরকারী অস্ট্রেলিয়া।

জবাবে খেলতে নেমে, শুরুতেই হোচট খায় স্বাগতিক ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট শূন্য ও বেন ডাকেট ৮ রান করে আউট হন। তৃতীয় ‍উইকেটে উইল জ্যাককে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক হ্যারি। তাদের ব্যাটে আসে ১৫৬ রানের জুটি। ৮২ বলে ৮৪ রান করে জ্যাক আউট হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেয়া অবিচল হ্যারি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১০ রান করে। জ্যাকের আউটের পর খেলতে নামা উইকেটরক্ষক জ্যামি স্মিথ ৭ রান করে আউট হন। পরে লিয়াম লিভংস্টোর যোগ দেন অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে।

Exit mobile version