টুর্নামেন্টের আগে মোটেও স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই পুরো ইউটার্ন দল দুটোর। রেকর্ড জয় দিয়ে শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে আজই একদলকে নিতে হবে হারের তিক্ত স্মৃতি। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। আজ যারা জয় পাবে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দেবে। একই সঙ্গে সেমিফাইনালে খেলা নিশ্চিত করবে। অন্য দলকে অপেক্ষায় থাকতে হবে।
টুর্নামেন্টের আগে দুই দলের অবস্থা সত্যিই নাজুক ছিল। অস্ট্রেলিয়া টুর্নামেন্টের আগে টানা চার ম্যাচ হেরেছে। দক্ষিণ আফ্রিকাও তাই।
রাওয়ালপিন্ডির পিচটি অনেকটা ব্যাটার বান্ধব। ২০২৩ সালের এপ্রিলের পর এ পিচে এবারের টুর্নামেন্টের আগে খেলা হয়নি। এখানে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুটো ম্যাচ খেলেছে। দুই ইনিংসে তিন শতাধিক রান হয়েছে। অন্য দুই ইনিংসে হয়েছিল তিনশ ছুই ছুই রান। ফলে আজকের ম্যাচে রান উৎসব হওয়ার একটা সম্ভাবনা থাকছে।
উভয় দলে যেমন রয়েছে ব্যাটারদের সমাহার, তেমিন বোলারদেরও। ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ১২বার প্রথমে ব্যাট করেছে। এর মধ্যে দুইবার তারা হেরেছে। সর্বশেষ হেরেছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে।
ম্যাচের দিন অর্থাৎ আজ আবহাওয়া বেশ ঠান্ডা থাকবে। আবার বৃষ্টির কিছুটা শঙ্কাও রয়েছে। ম্যাচের সময় হালকা বৃষ্টির আভাস দেওয়া হয়েছে আবহাওয়া বার্তায়।