অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের দুই ফরম্যাটের দল ঘোষণা

চলতি মাসে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আগামী ১৯ অক্টোবর পার্থে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। এই সফরকে সামনে রেখে শনিবার স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে ওয়ানডেতে আর নেতৃত্ব থাকবে না রোহিতের হাতে। টেস্টের পর এবার ওয়ানডে দলের অধিনায়কত্বও উঠেছে শুভমান গিলের কাঁধে।

ভারতের সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা স্কোয়াড থেকে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে এই ১৫ সদস্যের ওয়ানডে দলে। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্পিনার বরুণ চক্রবর্তী বাদ পড়েছেন। ঊরুর চোটে হার্দিক পান্ডিয়া ও আগেই ইনজুরির কারণে বাইরে থাকা ‍ঋষভ পান্তও দলে নেই। নিয়মিত পেসার জাসপ্রিত বুমরাহ এই সফরে বিশ্রামে থাকছেন।

এদের পরিবর্তে সুযোগ পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর পার্থে, ২৩ অক্টোবর অ্যাডিলেডে এবং ২৫ অক্টোবর সিডনিতে। এরপর দুই দল খেলবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২৯ অক্টোবর ক্যানবেরায়, ৩১ অক্টোবর মেলবোর্নে, ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ডকোস্টে এবং ৮ নভেম্বর ব্রিসবেনে।

ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও বুমরাহ থাকছেন টি–টোয়েন্টি দলে। এশিয়া কাপ খেলা টি–টোয়েন্টি স্কোয়াড থেকে কেবল দুইটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিকের জায়গায় জায়গা পেয়েছেন নীতিশ রেড্ডি, সঙ্গে নতুন সংযোজন ওয়াশিংটন সুন্দর।

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ–অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল।

ভারতের টি–টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

Exit mobile version