অ্যাশেজের প্রথম ম্যাচের আগেই অস্ট্রেলিয়া বড় ধাক্কা খেয়েছিলো। পার্থ টেস্টের প্রস্তুতির সময়ই নিশ্চিত হয়েছিল যে, দলের দুই অভিজ্ঞ তারকা প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড মাঠে নামতে পারবেন না। ইনজুরি ও ফিটনেস সমস্যা তাদের দলে অনুপস্থিতি নিশ্চিত করেছিল। তবে দ্বিতীয় টেস্ট তথা ব্রিজবেন টেস্টে তাদের দলে ফেরার জল্পনা কল্পনা তৈরি হয়েছিলো। তবে ক্রিকইনফোর সুত্রমতে দ্বিতীয় টেস্টেও খেলা হবেনা তাদের দুজনের কারোই!
হ্যাজেলউড শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়েছেন। প্রথমে তিনি ফিট ঘোষিত হলেও পরবর্তী স্ক্যানে চোটের প্রকৃত অবস্থা ধরা পড়েছে। কামিন্সও পিটের ইনজুরির কারণে পুরোপুরি ফিট নন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “হ্যাজেলউড প্রথম সপ্তাহ রিহ্যাব করছে। আশা করি, সিরিজের কোনো পর্যায়ে খেলতে পারবেন।”
অপরদিকে ওপেনার উসমান খাজাও অনেকটাই অনিশ্চিত ব্রিজবেন টেস্টের আগে। ব্যাক স্প্যাজমের কারণে তার খেলা নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা। তবে ম্যানেজমেন্ট জানায়, অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবুও পার্থে অস্ট্রেলিয়া জয় ধরে রাখে। মিচেল স্টার্ক নেন ১০ উইকেট, আর ট্রাভিস হেড ঝড়তোলা সেঞ্চুরি তুলে দলের জয়ের ধারা নিশ্চিত করেন। হেড ৬৯ বলে ১২৩ রান করেন, লাবুশেনও আক্রমণাত্মক ওপেনিংয়ে অবদান রাখেন। দুই তারকার অনুপস্থিতি সত্ত্বেও এই জয় দেখিয়েছে, অস্ট্রেলিয়ার শক্তি বজায় রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















