আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। সফরে প্রথম টেস্টে ২৯৫ রানের বড় ব্যবধানে জিতলেও দ্বিতীয় টেস্টে অজিদের কাছে ভারতের অসহায় আত্মসমর্পণ।
অজি পেসার হেড-কামিন্সের বোলিং তোপে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। এক কথায় অ্যাডিলেডের পিঙ্ক টেস্টে দেখা গেল উল্টো চিত্র। প্রথম ইনিংসে মিচেল স্টার্কে অসাধারণ বোলিংয়ে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৭ রান তোলে স্বাগতিকরা।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্যাট কামিন্সের বোলিং তোপে পড়ে মাত্র ১৯ রানের লক্ষ্য দেয় ভারত। ফলে সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ব্রিসবেনে আগামী ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে ১৪ ম্যাচে ৯ জয়ে ১০২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আর দক্ষিণ আফ্রিকা ৯ ম্যাচে ৫ জয়ে রয়েছে দুইয়ে। সেখানে ভারত ১৬ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস ১৮০/১০
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩৩৭/১০
ভারত দ্বিতীয় ইনিংস ১৭৫
টার্গেট ১৯ রান।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ১৯/১০
অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী