ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক উপহার দেন তরুণ পেসার হাসান মুরাদ। স্বীকৃত কোনো ম্যাচ হলে এই হ্যাটট্রিক রেকর্ড বইয়ে জায়গা করে নিত।
তবে অ্যান্টিগায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন খেলাই হয়নি বৃষ্টির কারণে। বৃষ্টির পর মাত্র ২৫.৪ ওভার খেলা হয়। তাতে ওয়েস্ট ইন্ডিজ একাদশ ৯ উইকেটে ৮৭ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা হয়।
অসাধারণ বোলিং করে মাত্র ১.৪ ওভারে ১ রানে ৩ উইকেট নেন হাসান মুরাদ। এছাড়া বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দারুণ বোলিং করেন। হাসান ৬ ওভারে ১৫ রানে নেন দুটি উইকেট। এছাড়া তাসকিন শিকার করে দুটি উইকেট। ৫ ওভারে ২১ রান দেন তিনি।
পেসার শরিফুল ইসলাম ও মিরাজ নেন একটি করে উইকেট। ক্যারিবিয়ানদের পক্ষে কিমানি মেলিয়াস সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া জাস্টিন গ্রিভস ২০ ও ড্যানিয়েল বেকফোর্ড ১৯ রান করেন। স্বাগতিকদের আর কোন বোলারকে উইকেটে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের পেসাররা।
এর আগে বাংলাদেশে নিজেদের ইনিংসে ৭৩.২ ওভারে ২৫৩ রানে থামে। মুমিনুল হক আউট হন ৩১ রান করে। পরে লিটন কুমার দাস ৩১, জাকের আলি ৪৮ করে বিদায় নেন। এছাড়া তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ৪১ রান করে।
তবে এই তিন ব্যাটসম্যানই স্বেচ্ছাবসরে যান অন্যদের সুযোগ দিতে। প্রস্তুতি ম্যাচ শেষে এবার মূল লড়াইয়ের অপেক্ষা। দুই ম্যাচ সিরিজের প্রথমটি অ্যান্টিগায় শুরু শুক্রবার।