আইপিএলের এবারের নিলামে বাংলাদেশের ১৩ ক্রিকেটারের নাম রয়েছে। আগামী ২৪ তারিখে সৌদি আরবের জেদ্দায় দুইদিন ব্যাপী নিলাম শুরু হবে। এ নিয়ে টানা দ্বিতীয়াবরের মতো আইপিএলের নিলাম বিদেশের মাটিতে হচ্ছে। গত বছরের নিলাম হয়েছিল দুবাইয়ে।
এবারের নিলামে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছে। এর মধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১১৬৫ জন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪০৯ জন। সব মিলিয়ে ২০৪ ক্রিকেটার দল পেতে পারেন। এর মধ্যে বিদেশির সংখ্যা হতে পারে ৭০ জন।
ভারতীয় ক্রিকেট বোর্ড নাম জমা দেওয়া ক্রিকেটারদের সংখ্যা জানিয়েছে। তবে ক্রিকেটারদের নাম জানায়নি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নাম জমা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ৯১ জন ক্রিকেটার নাম জমা দিয়েছে। এরপরে রয়েছে অস্ট্রেলিয়ার ৭৬ জন, ইংল্যান্ডের ৫২ জন, নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৯, আফগানিস্তানের ২৯ ও নেদারল্যান্ডসের ১২ ক্রিকেটারের নাম রয়েছে। পাশাপাশি আইসিসির সহযোগী দেশের ক্রিকেটাররাও নিলামে থাকবেন।
আইপিএলের দশটি দল সব মিলিয়ে আগামী মৌসুমের জন্য ৪৬ খেলোয়াড়কে দলে রেখে দিয়েছে। নিলামের আগে লোকেশ রাহুল, ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়েরকে তাদের দল ছেড়ে দিয়েছে। ফলে তাদেরকে এবার নতুন দলে দেখা যেতে পারে। এছাড়া নিলামের মাধ্যমে দল খুঁজতে হবে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের মতো তারকাদের।