ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসরে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে জল্পনা অবশেষে শেষ হয়েছে। বলা হচ্ছিল, ধোনিকে খেলাতে বিশেষ নিয়ম পরিবর্তনের সম্ভাবনা ছিল আইপিএলে। অবশেষে তিনি ঘোষণা দিলেন, যতদিন খেলবেন, মজা করে খেলবেন।
৪৩ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়ক ধোনি সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, তিনি তার বাকি আইপিএল ক্যারিয়ার উপভোগ করতে চান। ২০২৪ সালের আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি। এবার নিজেকে ফিট রাখতে নয় মাস ধরে কঠোর পরিশ্রমও করেছেন বলে জানান তিনি।
ধোনির দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে বলেন, “ধোনি যখন নিজেকে প্রস্তুত বলছে, তখন আমাদের আর কিছু করার নেই। আমরা তাতে অত্যন্ত খুশি।” আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেইন লিস্ট ঘোষণা করতে হবে। চেন্নাই ইতিমধ্যে স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। সিএসকে’র মালিক এন শ্রীনিবাসনের সঙ্গে ধোনি শীঘ্রই আলোচনা করবেন এবং তার পরামর্শ অনুযায়ী স্কোয়াড গঠনে কাজ হবে।
ধোনির জন্য ৪ কোটি রুপির রিটেনশন নিশ্চিত করার পাশাপাশি, তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে প্রধান রিটেনশন হিসেবে ধরে রাখার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে রাখা হবে। তবে, গতবার প্রথমবারের মতো সিএসকে’র হয়ে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছে চেন্নাই, যা দলের সাম্প্রতিক পরিকল্পনার অংশ।
