টেস্ট ক্রিকেট ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর জন্য আলাদা উইন্ডোর প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। লন্ডনের লর্ডসে চলমান এমসিসি ক্রিকেট কানেক্টস সিম্পোজিয়ামে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় এই কথা বলেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশে জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। বিপুল পরিমাণ অর্থের লোভে এসব টুর্নামেন্টে খেলতে বেশ আগ্রহ দেখাচ্ছেন ক্রিকেটাররাও। যাতে করে আইসিসির অন্তর্ভূক্ত ক্রিকেট বোর্ডগুলো টেস্ট ক্রিকেটে সবাইকে খেলাতে পারছে না। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-২০’র জন্য গত বছর নিউজিল্যান্ডে অনভিজ্ঞ দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যা নিয়ে চলে ব্যাপক সমালোচনা।
সবশেষ আইপিএলে ২০ কোটি রুপিতে খেলা প্যাট কামিন্স মনে করেন, ‘আর্থিক কারণে অনেকের কাছে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি গুরুত্ব পায়। কিছু দেশে আন্তর্জাতিক ক্রিকেটের আবেদনের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি লোভনীয়। আমি যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চাই, তাহলে অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক বা তিন ভাগের এক ভাগ ম্যাচ মিস করব।’
কামিন্স আরও বলেন, ’অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট হয় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। ওই সময় আমরা যেভাবে টেস্ট খেলি সেভাবে কেউই খেলে না। আমরা যদি আইপিএলের জন্য নির্দিষ্ট একটা উইন্ডো পেতাম, টেস্টের জন্যও একটা উইন্ডো পেতাম, তাহলে খেলোয়াড়দের জন্য সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হতো।’