চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বাড়তি সুবিধা নিয়ে চলমান বিতর্কের আগুনে এবান করে নতুন করে ঘি ঢাললেন পাকিস্তানের ইনজামাম-উল-হাক। দেশটির সাবেক অধিনায়ক তুলে আনলেন আইপিএলের প্রসঙ্গ। বিদেশী ক্রিকেটাররা ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেওয়া হয় না ভিন দেশের লিগে।
ফলে অন্য সব দেশের বোর্ডগুলোর উচিত আইপিএলে ক্রিকেটার না পাঠানো। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে তাই হাইব্রিড মডেলে। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। গ্রুপ পর্বে তারা শীর্ষে থাকুক বা দুইয়ে, তাদের সেমি-ফাইনাল ম্যাচটি হবে দুবাইয়েই। ভারতের কারণে এমনকি ফাইনালের ভেন্যুও চূড়ান্ত নয়।
ভারত ফাইনালে উঠলে এই ম্যাচও হবে দুবাইয়ে। ভারত বাদ পড়ে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে লাহোরে। যে কারণে অন্য সব দলকেই যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে খেলার সুযোগ পাচ্ছে।
এই আলোচনায় এই বিতর্কেই পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ইনজামাম,‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।’