আইপিএল মিনি নিলাম : আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের দুজন

আইপিএল মিনি নিলাম

আইপিএল মিনি নিলাম।

আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের সাকিব এবং মুস্তাফিজুর

আইপিএলের এই মৌসুমে বড় নিলাম নেই ঠিকই, কিন্তু ডিসেম্বরের ১৬ তারিখ আবুধাবির মিনি নিলামকে কেন্দ্র করে ইতোমধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে ক্রিকেটবিশ্ব। আইপিএল মিনি নিলাম মোট ১ হাজার ৩৫৫ ক্রিকেটার এবার নিজেদের নাম তুলেছেন, আর সেই বিশাল তালিকায় বাংলাদেশের পক্ষ থেকে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান । দুজনই আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই মিনি নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যে বিদেশি ক্রিকেটারদের যে গ্রুপটি রয়েছে, সেখানে জায়গা হয়েছে মুস্তাফিজের। মোট ৪৩ জন বিদেশি এই ক্যাটাগরিতে আছেন, যার মধ্যে গ্ল্যামার আর শক্তিমত্তায় ভরা নাম– ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জেমি স্মিথ, মুজিব, নবীন উল হক, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, লিয়াম লিভিংস্টোন, রাচিন রাভিন্দ্রা, কোয়েটজি, নোর্কিয়া, পাথিরানা, থিকশানা, হাসারঙ্গা- আরও অনেকে।

অন্যদিকে আইপিএলে ৭১ ম্যাচ খেলা সাকিব এবার রেখেছেন ১ কোটি রুপি বেস প্রাইস। একই লেভেলে নেই অনেক নাম, তাই সাকিবের অভিজ্ঞতা দলগুলোর নজর কাড়তে পারে। এদিকে সর্বোচ্চ মূল্যশ্রেণিতে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, আকিল হোসেন ও আলজারি জোসেফ।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও পরিচিত অনেকের নাম রয়েছে। মায়াঙ্ক আগরওয়াল, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আয়ার, দীপক হুদা, পৃথ্বী শ, উমেশ যাদব, আকাশ দীপ, রাহুল ত্রিপাঠি সহ আরও অনেকেই আছেন এই তালিকায়। তবে ভারতীয়দের মধ্যে মাত্র দুইজন, রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আয়ার নিজেদের বেস প্রাইস ২ কোটি রেখেছেন।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভ স্মিথদের মতো আলোচিত ক্রিকেটাররা আছেন এই তালিকায়। জশ ইংলিস বিয়ের কারণে খেলতে পারবেন কি না নিশ্চিত নয়, তবুও নাম তুলেছেন। তবে সবচেয়ে বড় চমক, গ্লেন ম্যাক্সওয়েল নন-লিস্টেড।

ড্রাফটে রয়েছে মোট ১৪ দেশের খেলোয়াড়, এমনকি মালয়েশিয়া থেকেও আছে একজন, ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং, যার বেস প্রাইস ৩০ লাখ রুপি।

১৫ নভেম্বর রিটেনশন শেষে ১০ ফ্র্যাঞ্চাইজির হাতে মোট বাজেট দাঁড়িয়েছে ২৩৭.৫৫ কোটি রুপি। সবচেয়ে বেশি খরচের সুযোগ কলকাতা নাইট রাইডার্সের (৬৪.৩০ কোটি রুপি) হাতে, এরপর আছে চেন্নাই সুপার কিংস (৪৩.৪০ কোটি রুপি)। সব দল মিলিয়ে মাত্র ৭৭ জন ক্রিকেটার নিতে পারবে, যার মধ্যে ৩১ জন বিদেশি।

আইপিএল মিনি নিলাম আকারে ছোট হলেও উত্তেজনা ও প্রতিযোগিতায় কোনো অংশেই কম নয়, বরং বড় নিলামের মতোই নজর থাকবে কোন দল কোন তারকার উপর বাজি ধরে।

Exit mobile version