আইপিএল ২০২৪ সালের মেগা নিলামের দিনক্ষণ অবশেষে চূড়ান্ত হয়েছে। বিসিসিআই সূত্রে জানা গেছে, আসন্ন নিলামটি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এই ঘোষণা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। তবে একই সময়ে ভারতের অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে টেস্ট ম্যাচ থাকায় নিলামের সময় নির্ধারণ নিয়ে কিছুটা সমস্যাও তৈরি হয়েছে।
নিয়ম অনুযায়ী, প্রতিটি আইপিএল দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় থাকতে পারেন। সম্প্রতি রিটেনশন পর্ব শেষ হয়েছে, যেখানে ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। বাকি ২০৪ জন ক্রিকেটারের মধ্যে ৭০ জন বিদেশি খেলোয়াড় নিলামের মাধ্যমে দলে সুযোগ পেতে পারেন। আগামী তিন বছরের জন্য দলগুলো কেমন শক্তি ও দক্ষতা নিয়ে মাঠে নামবে, তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে।
ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পার্থের সাথে রিয়াদের সময়ের ৫ ঘণ্টার পার্থক্য বিবেচনায় বিসিসিআই চায় নিলামের সময় টেস্ট ম্যাচের তৃতীয় ও চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পরেই শুরু হোক। তবে গভীর রাতে নিলাম চালানোর বিপক্ষে রয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাই বিকেলের দিকে নিলাম শুরু করার বিষয়ে আলোচনা চলছে।
বিসিসিআইয়ের প্রতিনিধি দল ইতিমধ্যে রিয়াদে নিলামের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছে। আগে বিকল্প জায়গা হিসেবে জেদ্দা, সিঙ্গাপুর, দুবাই এবং ভিয়েনার নাম থাকলেও, শেষ পর্যন্ত রিয়াদেই আয়োজন চূড়ান্ত হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















