আইসিসি’র বর্ষসেরা পুরস্কার নিতে মাঠে বুমরাহ

পুরুষ বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বুমরাহ। পাশাপাশি বর্ষসেরা টেস্ট এবং টি-টোয়েন্টি একাদশেও আছেন বুমরাহ।

ইনজুরির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা হয়নি পেস বোলার জসপ্রিত বুমরার। সেই বুমরাহকে হঠাৎ করেই দেখা গেলো দুবাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে তার হাতে তুলে দেয়া হলো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট বোলার ছাড়াও বুমরাহ আইসিসি বর্ষসেরা টেস্ট ও টি-টোয়েন্টি একাদশেও জায়গা করে নিয়েছেন।। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে পুরস্কার নিতে এসে মাঠে সতীর্থদের সাথে খোশগল্পে মেতে ওঠেন বুমরাহ।

পুরস্কার নিতে এসে ভিরাট কোহলি, রোহিত শর্মাসহ দলের অন্য ক্রিকেটারদের সাথেও খোশগল্পে মেতে ওঠেন এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটকে শাসন করা এই পেসার। কোচ গৌতম গম্ভীরের সাথেও কথা বলেন।  

আইসিসি চেয়ারম্যান জয় শাহ দু’টি করে ট্রফি ও ট্রফি বুমরাহ’র হাতে ট্রফি তুলে দেন। মূলত পুরস্কার তুলে দেয়ার জন্যই তাকে দুবাইয়ে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি। আর বেছে নেয়া হয়েছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের দিনটাকেই।

Exit mobile version