আইসিসির নতুন র্যাঙ্কিং প্রকাশ । ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে শেষ ম্যাচে জ্বলে ওঠেন এই পেসার। দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে। আইসিসিরি বোলারদের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন বাঁহাতি এই পেসার। ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাটসম্যানদের মধ্যে ২১ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন।
বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। বোলারদের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের আরও কয়েকজন। ব্যাটসম্যানদের মধ্যেও এগিয়েছেন অনেকে। চট্টগ্রামে আইরিশদের ২-১ ব্যবধানে হারানো সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৩ ও ৩৯ রান দেন মুস্তাফিজ। পরে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ওভারে করে স্রেফ ১১ দিয়ে ৩ শিকার ধরেন তিনি।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে মুস্তাফিজ। ক্যারিয়ার সেরা পঞ্চম স্থান থেকে তিন ধাপ দূরে তিনি। দ্বিতীয় ম্যাচ তিনটি ও সবশেষ লড়াইয়ে একটি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন শেখ মেহেদি হাসান। চতুর্দশ স্থানে আছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। প্রথম ও তৃতীয় ম্যাচ খেলে মোট ৪ শিকার ধরে লেগ স্পিনার রিশাদ হোসেন উন্নতি করেছেন ৫ ধাপ, অবস্থান ১৫তম।
এছাড়া পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার আছেন ২৫তম স্থানে। ওই দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে পেসার তানজিম হাসান দুই ধাপ এগিয়ে ৩৫ নম্বরে। আইরিশ বোলারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে ৫০ নম্বরে মার্ক অ্যাডায়ার। ম্যাথু হামফ্রিজ (৭৩তম) ও ব্যারি ম্যাকার্থির (৭৪তম) উন্নতি যথাক্রমে ৪০ ও ২১ ধাপ করে।
বোলারদের অবস্থান
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের ভারুন চক্রবর্তী। ৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। এছাড়া প্রথম ম্যাচে ব্যর্থ পারভেজ শেষ দুই টি-টোয়েন্টি খেলেন যথাক্রমে ৪৩ ও অপরাজিত ৩৩ রানের ইনিংস। এতে ক্যারিয়ার সেরা ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার উপরে তানজিদ হাসান। শেষ ম্যাচে অপরাজিত ফিফটি করলেও এক ধাপ নিচে নেমে এখন ১৯ নম্বরে এই ওপেনার। এছাড়া প্রথম ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে আছেন তাওহিদ হৃদয়।
আইরিশ ব্যাটসম্যানদের মধ্যে ৬ ধাপ এগিয়েছেন পল স্টার্লিং (৫০তম)। হ্যারি টেক্টরের (৬৯তম) উন্নতি ১২ ধাপ। সবচেয়ে বড় লাফ দিয়েছেন কামিল মিশারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দলের হারের ম্যাচে একাই লড়াই করেন লঙ্কান ওপেনার। ৫৯ রানের ইনিংস খেলে ৯১ ধাপ এগিয়ে এখন ১৮ নম্বরে আছেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটারদের চূড়ায় ভারতের আভিশেক শার্মা।
