বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে ধুকছে! ঠিক সেই মূহুর্তে ঘরের মাঠে এনসিএল টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছেন তরুণ ক্রিকেটাররা। এবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী শান্তকে চোখে আঙুল দিয়ে শিখালেন টি-টোয়েন্টির ব্যাটিং।
আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের প্রথমবার অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতেছিল ২০২০ সালে। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যে। তবে মাঝে বেশ কিছু দিন আকবর আলীকে স্বরূপে দেখা যায়নি মাঠে।
এবার জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার মাঝেই আবারও ব্যাট হাতে সেরা ছন্দে ফিরলেন তরুণ এই ব্যাটার। রোববার সিলেটে এনসিএল টি-টোয়ন্টিতে রংপুরের হয়ে অবিশ্বাস্য ব্যাটিং করে চমকে দিয়েছেন নির্বাচকদের। এদিন আকবর আলী ২৩৪.৪৮ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে ঝড় তুলে নাজমুল হোসেন শান্তর রাজশাহী উড়িয়ে দিয়েছেন।
হাইভোল্টেজ ম্যাচে নাজমুল হোসেন শান্তর রাজশাহী প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান তোলে। দলের পক্ষে অপরাজিত ৭৩ রান করেন সাব্বির রহমান। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪০.৩৮।
এছাড়া অধিনায়ক শান্ত ৬, হাবিবুর রহমান ৩০ ও গোলাম কিবরিয়া ৩০ রান করেন। বল হাতে রংপুরের হয়ে আলাউদ্দিন ও মোঃ রিজওয়ান তিনটি করে উইকেট নেন।
জবাবে ১৯০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে রংপুরের দুই ওপেনার। মোঃ রিজওয়ান ও তানভির হায়দার। দারুণ শুরুর পর রিজওয়ান দলীয় ৫৪ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রান করে ফরহার রেজার বলে বোল্ড হন।
দলীয় ৬১ রানের মাথায় আব্দুল্লাহ আল মামুন ৬ রান করে বিদায় নেন। এরপর অধিনায়ক আকবর আলী তানভির হায়দারের সঙ্গে ব্যাটিংয়ে নেমে তান্ডব চালায়।
তানভির দলের সর্বোচ্চ ৭১ রান করেন ৪৫ বলে। তার ইনিংসে ৮টি বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে। কিন্তু আকবর আলী ছিলেন ভয়ঙ্কর রূপে। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। তার সাথে ব্যাটিংয়ে সঙ্গ দেন আরিফুল হক। দুজনে দারুণ ব্যাটিং করে ২ ওভার বাকি থাকতেই রংপুরের জয় নিশ্চিত করেন ৭ উইকেটে।
ব্যাট হাতে আকবর ২৮ বলে চার বাউন্ডারি ও ৬টি বিশাল ছক্কায় অপরাজিত ৬৮ রান করেন। এছাড়া আরিফুল হক ৯ বলে একটি করে চারও ছক্কায় অপরাজিত ১৫ রান করেন। তাতে ৩ উইকেটে ১৮ ওভারে ১৯৪ রান তুলে নেয়।