গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি আন্তর্জাতিক এই ফরম্যাটটিকে বিদায় জানান। এবার টেস্ট ক্রিকেটেও বিদায় বলে দিয়েছেন তারা।
এই অবস্থায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্য দুজনে এখনও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে রোহিত এবং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টি-টোয়েন্টিতে তারা দুজনে একসঙ্গেই অবসর নেন।
সবশেষ গত মার্চে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাই হয়তো হওয়ানডে ক্রিকেটে তাঁদের থামানো খুব কঠিন। আর ২০২৩ সালের বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত-কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রানের মধ্যেই ছিলেন।
কিন্তু তারপরও ২০২৭ বিশ্বকাপের দলে তাঁদের দেখছেন না সুনীল। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, এক দিনের ক্রিকেটে ওরা দুর্দান্ত। নির্বাচকেরা নিশ্চয়ই ২০২৭ সালের বিশ্বকাপের দল নিয়ে ভাববেন।
কিন্তু ওরা কি সেই বিশ্বকাপ খেলতে পারবে? এখন যেমন খেলছে, ওরা তখন কি খেলতে পারবে? এমন প্রশ্নে তুলেছেন এই কিংবদন্দি। তার ভাষায় নির্বাচকদের সেটাই বুঝতে হবে। যদি নির্বাচকেরা ভাবেন রোহিত-কোহলিরা পারবে, তবেই সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় না ওরা খেলবে।
বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। কোহলির হবে ৩৮ বছর। রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবে। তবে কোহলির হঠাৎ অবসর নেওয়ার সিদ্ধান্তে যদিও অবাক হননি গাভাস্কার। তিনি বলেন, আমি অবাক হইনি। অস্ট্রেলিয়ায় যা হয়েছে তার পর বড় পরিবর্তন হতই। তাই ওর নেওয়া সিদ্ধান্ত দেখে আমি অবাক হইনি।
টেস্ট কেরিয়ার বিরাট কোহলি শেষ করলেন ১২৩টি ম্যাচ খেলে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। সর্বোচ্চ ২৫৪ রান তিনি করেছেন এক ইনিংসে অপরাজিত হয়ে। ভারতীয়দের মধ্যে লালবলের ক্রিকেটে সর্বোচ্চ সাতটি দ্বিশতরানের নজিরও তারই।