আগামী মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। কিন্তু না! এবার আর আসছেন না রোহিত শার্মা, ভিরাট কোহলিরা। ১৩ মাস পিছিয়ে গেল ভারতীয় দলের বাংলাদেশ সফর। অবশ্য গত সপ্তাহে বিসিবির বোর্ড মিটিংয়ের পরই ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে না ভারতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ শনিবার যৌথ বিবৃতিতে জানায়, প্রায় ১৩ মাস পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে হবে ভারতের এই সফর। আগামী মাসে এই সফর না হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সাদা বলের সিরিজ দুটি স্থগিত করতে সম্মত হয়েছে।’
গত এপ্রিলে ঘোষিত সূচি অনুযায়ী, আড়াই সপ্তাহের সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ অগাস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। মিরপুরে ১৭ অগাস্ট ছিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সেটি এখন পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে আয়োজনের চেষ্টা করা হবে। সামনের এক বছরের ব্যস্ত ক্রিকেট সূচিতে ওই সময়টা ফাঁকা আছে বাংলাদেশ দলের।