গ্রুপ পর্বে হারের দাগ এখনো তাজা। এশিয়া কাপের সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানকে হারিয়ে এবং জটিল সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে টাইগাররা। আজ শনিবার সেই সুপার ফোরের প্রথম দিনেই আবারো শ্রীলঙ্কার মুখোমুখি লিটন দাসরা। সুযোগ এসেছে গ্রুপ পর্বের ব্যর্থতার প্রতিশোধ নেওয়ার।
এশিয়া কাপে এর আগে তিনবার লড়েছে দুই দল। এর মধ্যে দুটিতে জয় শ্রীলঙ্কার, আর একটিতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে ২৩ রানের জয়ে টাইগাররা উল্লাস করেছিল। তবে ২০২২ সালে ১৮৩ রানের লক্ষ্য দিয়েও ২ উইকেটে হারের কষ্ট গিলতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। চলতি আসরের গ্রুপ পর্বেও ৬ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা।
শুধু এশিয়া কাপ নয়, সামগ্রিক টি-টোয়েন্টিতেও এগিয়ে প্রতিপক্ষ। এখন পর্যন্ত ২২ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে ১৩ বার জয়ী হয়েছে লঙ্কানরা, আর ৯ বার জিতেছে টাইগাররা। তাই আজকের লড়াইয়ে জয় পেলে শুধু প্রতিশোধই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে জয়ের সংখ্যা সমান করারও সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। এরপর সুপার ফোরে বাংলাদেশের সূচি আরও কঠিন—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং এর পরদিনই পাকিস্তানের বিপক্ষে নামতে হবে লিটন দাসদের। কঠিন এ চ্যালেঞ্জের শুরুতেই দেখা যাবে, গ্রুপ পর্বের হারের জবাব দিতে পারে কিনা টাইগাররা।
