আজ শুরু অনূর্ধ্ব-২০ নারী টি-২০ বিশ্বকাপ

ফটোসেশনে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা

আজ থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। ১৬টি দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের দ্বিতীয় আসর এটি।

অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। আজ প্রথম দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশও আজ মাঠে নামবে। আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। পাকিস্তানেরও ম্যাচ রয়েছে আজ। বর্তমান চ্যাম্পিয়ন ভারত মাঠে নামবে আগামীকাল। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্সে উঠবে। অর্থাৎ সুপার সিক্সে ১২টি দল দুইটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। ৩১ জানুয়ারি দুই সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। আগামী দুই ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

গ্রুপের দলগুলো:
গ্রুপ ‘এ’: ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘সি’: নিউজিল্যান্ড, নাইজেরিয়া, সামোয়া, দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ‘ডি’: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল, স্কটল্যান্ড।

Exit mobile version