আজ থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট। সকাল দশটায় অ্যাডিলেড ওভালে শুরু হবে ম্যাচটি। দিবা রাত্রির এ টেস্টে ভারতীয় দলকে বড় ধরণের পরীক্ষার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিপরীত দিকও রয়েছে। সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জয়ের ফলে আত্মবিশ্বাসী ভারত। ফলে স্বাগতিক দলকে তারা চমকে দিতে পারে।
এ ম্যাচকে ঘিরে উভয় দলে রয়েছে পরিবর্তন। দলে ফিরছেন রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে তিনি প্রথম টেস্টে ছিলেন না। শুবমান গিলও ছিলেন না পার্থ টেস্টে। তিনিও ফিরবেন। তারা দু’জন না থাকায় প্রথম টেস্টে ওপেনিং করেছিলেন লোকেশ রাহুল। তার সঙ্গে ছিলেন যশস্বী জয়সওয়াল।
রোহিত শর্মা দলে ফেরায় ব্যাটিং অর্ডার কি হবে তা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। অধিনায়ক রোহিত শর্মা তা আগেভাগেই পরিস্কার করেছেন। যেহেতু লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল ভালো করেছেন ফলে তাদের বিরক্ত করা হবে না। তারা তাদের মতো ব্যাটি করবেন। বরং অন্য কোনো পজিশনে ব্যাটিং করবেন রোহিত শর্মা। এদেকে পার্থ টেস্টে তিনে ব্যাটিং করেছিলেন দেবদূত। তিনি এ ম্যাচে থাকছেন না।
পরিবর্তন আছে অস্ট্রেলিয়া দলেও। ইনজুরির কারণে হ্যাজলউড এ টেস্টে খেলতে পারবেন না। তার পরিবর্তে দলে আসছেন স্কট বোল্যান্ড। লম্বা বিরতির পর তিনি হোম সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন।
অ্যাডিলেডের পরিসংখ্যান ভারতীয়দের জন্য অস্বস্তিকর হতে পারে। এখানে দিবা রাত্রিতে অনুষ্ঠিত সাত ম্যাচে অস্ট্রেলিয়ার সাফল্য শতভাগ। সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি উপহার দিয়েছিল নিউজিল্যান্ড। ২০১৫-১৬ মৌসুমে অনুষ্ঠিত সে ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয় পেয়েছিল।