টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হওয়ার তৃতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ‘বি’ গ্রুপের ম্যাচ এটি। টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
এরই মধ্যে আফগানিস্তান তাদের মিশন শুরু করেছে। প্রথম ম্যাচে তারা হংকংকে হারিয়েছে। ফলে আজ বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও হংকংয়ের দ্বিতীয় ম্যাচ।
দূর্দান্ত ফর্মে থাকাবস্থায় বাংলাদেশ এশিয়া কাপের মিশন শুরু করছে। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাসে ফুটছে তারা। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে দারুণ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছক্কা মারার মানসিকতা জোরালো করেছে, আর পেস আক্রমণে দারুণ সাহসিকতার পরিচয় দিয়ে চলেছে।
তবে আজকের ম্যাচের আগে অতীত মনে হলেই একটু হলেও আত্মবিশ্বাসে চিড় ধরতে বাধ্য। হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল হংকং। সেই ম্যাচ এশিয়া কাপ ক্রিকেটে আজও বড় অঘটন হিসেবে পরিচিত হয়ে আছে। সেই ম্যাচের প্রতিশোধ নেওয়ার সুযোগ আজ টাইগারদের সামনে।
বাংলাদেশের সামনে যেমন প্রতিশোধ নেওয়ার সুযোগ। হংকং তেমনি চাইবে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে। আর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে যে কোনো কিছুই সম্ভব। আবুধাবিতে সাধারণত বোলাররা কিছুটা সহায়তা পেয়ে থাকে। তাছাড়া শিশির প্রভাব ফেলতে পারে। সে কারণে টস ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
