আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস: একই ম্যাচে খেললো বাবা-ছেলে!

আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য ইতিহাস গড়েছে তিমুর লেস্তে। দেশটির দুই ক্রিকেটার ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার একই ম্যাচে মাঠে নামেন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথমবার, কোনো বাবা ও ছেলে একসঙ্গে একই ম্যাচে খেলেছেন।

ক্রিকেটে পারিবারিক বন্ধনের নজির আছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে বাবার অধিনায়কত্বেই খেলেছিলেন তেজনারাইন।

সবশেষ উদাহরণ দেখা গেছে আফগানিস্তানে। চলতি বছর দেশের ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।

তবে আন্তর্জাতিক পর্যায়ে বাবা-ছেলের একসঙ্গে খেলার বিরল কীর্তি এবার প্রথমবারের মতো রেকর্ডবুকে তুলে নিল তিমুর লেস্তে।

তবে নারী আন্তর্জাতিক ক্রিকেটে পরিবারের সদস্যদের একসঙ্গে খেলার ঘটনা একেবারে নতুন নয়। এর আগে সুইজারল্যান্ড নারী দলে দেখা গিয়েছিল মা-মেয়ের জুটি। চলতি বছর সুইসদের হয়ে মেটি ফার্নান্দেস ও তার মেয়ে নেইনা মেটি সাজু ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন একসঙ্গে।

Exit mobile version